ভয়েস বার্তা ডেস্ক:
আজ ৫ই মে ২০২৩ইং শুক্রবার, বাদ জুমা পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় উপকমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে৷
কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, ইসলামকেই সর্বমহলে সু-প্রতিষ্ঠিত করতে ও বিজয়ী আদর্শ হিসেবে গড়ে তুলতে যুব সমাজকেই অগ্রনী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সংগঠনের প্রতি দায়বদ্ধতা ও ত্যাগের দৃষ্টান্ত পেশ করার এখনই উপযুক্ত সময়। ইসলাম এখন কোরবানি চায়।
সভায় দ্বিবার্ষিক কর্মপরিকল্পনার আলোকে আগামী তিন মাসের নির্দিষ্ট পরিকল্পনা গৃহীত হয়েছে। উপ-কমিটির সদস্যদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে সংশ্লিষ্ট বিভাগীয় সম্পাদক তা উপস্থাপন করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, জয়েন্ট সেক্রেটারী জেনারেল ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস হাসান, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাওলানা মোরশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি আহমদ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মুফতি আবু তালহা, দাওয়াহ ও প্রশিক্ষন সম্পাদক মুফতি কাউসার বাঙালী, অর্থ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক এইচ এম আবু বকর সিদ্দিক, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আ হ ম আলাউদ্দিন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ইউনুস তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম এবং কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যবৃন্দ।