ভয়েস বার্তা ডেস্ক:
আজ ২০শে মার্চ ২০২৩ইং বাদ আসর, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন এর আওতাধীন দোহার উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি জয়পাড়া পৌর এলাকার প্রধান প্রধান সরক ঘুরে ঘুরে স্লোগানে স্লোগানে মাহে রমজানের স্বাগত মিছিল করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা সকলকে আগামী মাহে রমজানে পবিত্রতা রক্ষার্থে একযোগে কাজ করার আহবান করেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী দফতর সম্পাদক সাবেক ছাত্র নেতা মাও: নুরুল করীম আকরাম। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো: কামাল হোসেন মাষ্টার। ও সঞ্চালনায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারী মৌলভী মো: সুলাইমান বেপারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন এর সেক্রেটারী হাফেজ মাও: জহিরুল ইসলাম, থানা এসিস্সট্যান্ড সেক্রেটারী মাও: জুবায়ের আহমাদ সাকী, সাংগঠনিক সম্পাদক হাফেজ তাওহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ।