ভয়েস বার্তা ডেস্ক:
ঢাকার দোহারে গলায় ফাসঁ দিয়ে হিন্দু গৃহ বধুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ (২৯ শে জানুয়ারি ২০২৩ইং) রবিবার বেলা ১২টার সময় ঢাকা দোহারের মাহমুদপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে মৈনটরোড যমুনা পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এক হিন্দু বাড়ির গৃহবধু গলায় ফাসঁ নিয়ে আত্নহত্যা করেছেন।
যানা যায়, পারিবারিক কলহের জেরে এই গৃহবধূ আত্মহত্যা করেন।
গ্রামবাসী জানায়, আত্মহত্যা কারিনী সবুল মন্ডলের বড় ছেলে সুজন মন্ডলের স্ত্রী মৃত্যুর আগে গত তিন দিন যাবৎ পারিবারিক কলহের কারনে কোন প্রকার আহার গ্রহন করেননি।