ভয়েস বার্তা ডেস্কঃ
গত শুক্রবার (২৩ডিসেম্বর) বাদ জুমা পল্টনস্থ জমিয়ত মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর শাখার আহবায়ক আরাফাত আল মিসবাহ’র সভাপতিত্বে ও সদস্য সচিব সাদ আমীরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মুফতি জাকির হোসন খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আল আদনান,টেলি কনফারেন্সে কথা বলেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্মসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মুফতী রেদওয়ানুল বারী সিরাজী, বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সহ সভাপতি আহমদ ইসলামাবাদী, সাধারন সম্পাদক খালেদ মাহমুদ, এছাড়া আরো বক্তব্য রাখেন, অর্থ সম্পাদক এস এম ওবায়দুল্লাহ, সহ সাংগঠনিক মাহবুবর রহমান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি তেমন ভালোনা, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে।
বিশেষ অতিথি বলেন, সংঘবদ্ধ জীবন হলো, জান্নাতি জীবন। বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য ত্যাগের নাজরানা পেশ করতে হবে এবং অতন্দ্র প্রহরীর মত ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করতে হবে। যেই কোন যুক্তিক আন্দোলন -সংগ্রামে অন্যান্য ইসলামী সংগঠনকে সহযোগিতা করতে ছাত্র জমিয়ত প্রস্তুত রয়েছে।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ২২-২৩ শেষনের জন্য মহানগর ছাত্র জমিয়তের সভাপতি হিসেবে নির্বাচিত হন আরাফাত আল মিসবাহ, সাধারণ সম্পাদক সামিউল হক সাদী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সহ ২১ সদস্য কমিটি গঠন করা হয়।