ভয়েস বার্তা ডেস্কঃ
এবারের প্রথম টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল দুই দলই। সেই পাকিস্তান ও শ্রীলঙ্কাই এবার মুখোমুখি ফাইনালে। গতকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের ষষ্ঠ শিরোপার জন্য নামেছিল শ্রীলঙ্কা, পাকিস্তানের লক্ষ্য ছিল তৃতীয় শিরোপা।
ফাইনালে টসে জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুবাইয়ের দর্শকদের হর্ষধ্বনিতে এরপর কিছুক্ষণ চুপ করে থাকার পর নিজের সিদ্ধান্তটা জানিয়েছেন তিনি, যেটি হয়তো আগে থেকে জানেন আপনিও—ফিল্ডিং করবে পাকিস্তান। স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা জানিয়েছেন, টসে জিতলে ফিল্ডিং নিতেন তিনিও।
মুলত দেশ দেওলিয়া হলেও শিরোপা জয়ে প্রসংশার জোয়ারে ভাসছে শ্রীলংকানরা।