বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। আজ শুক্রবার ভোর পৌনে ৬টায় এ ভূকম্পন অনুভূত হয়।
ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের হাখা শহর থেকে ১৯ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে।
ভূকম্পন অনুভূত হয়েছে মিয়ানমার, উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ, পশ্চিমবঙ্গের কলকাতাসহ একাধিক অঞ্চলে। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
তবে বড় ধরনের ভূকম্পন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।