ভয়েস বার্তা ডেস্কঃ দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।
আজ রবিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা দ্রব্যমূল্য উর্দ্ধগতি ঠেকাতে না পারায় সরকারকেই দোষারোপ করেছেন।
সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ বলেন, অবৈধ সরকার আর লুটেরা সিন্ডিকেট মিলে লুটপাটের কারণে দ্রব্যমূল্যে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট একদিকে বাজার অন্যদিকে সরকারকে নিয়ন্ত্রণ করছে। গণবিরোধী সরকার লুটেরা মুনাফাখোর মজুতদারদের পাহারাদার হিসেবে সিন্ডিকেটকে রক্ষা করছে।
অবিলম্বে চাল, ডাল, তেলসহ সকল নিত্যপণ্যের মূল্য কমানোর দাবি জানান এম এ সামাদ।
সমাবেশে আরও বক্তব্য দেন মার্কসবাদী কৃষক মঞ্চের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তালিবুল ইসলাম প্রমুখ।