পরিমনি কয়েক বছর হলো অভিনয় শুরু করেই ভারত-বাংলাদেশ দু’দেশেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।
সম্প্রতি ভারতীয় এক মিডিয়া পরিমনি বলেন, আমার নতুন নতুন পরীক্ষা চলছে। তাই এই বিচার করার আমি কেউ নই। তবে অভিনয়টা আমার মধ্যে আছে এটা আমি জানি।
তিনি আরো বলেন, আমি চুমু খাবো, বিকিনি পড়বো, শর্ট জামা পড়বো কারো কোন সমস্যা!!
কদিন ধরে ফেসবুকে ইসমাইল নামে একজনের সঙ্গে আপনার ছবি নিয়ে খুব হৈ চৈ চলছে। ব্যাপারটা কী বলুন তো? এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘বাংলাদেশের কিছু মানুষ আসলে খুব হিংসুটে। আমি লক্ষ্য করে দেখেছি, নায়ক-নায়িকার সিনেমা রিলিজের আগে এমন কিছু করেন যাতে তাঁদের নিয়ে নেগেটিভ লেখালিখি হয়। কিন্তু এ সব প্রমাণ করাটা কঠিন। এ সব ভিত্তিহীন আলোচনা। আমি চাই মানুষের কাছে ভাল থাকতে।