দিনাজপুর সদর সন্ত্রাসী জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে বিরল ও বোচাগঞ্জ উপজেলায় তিনটি মসজিদে অভিযান চালিয়ে ৬১ জনকে আটক করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে রাত সোয়া ২টা পর্যন্ত পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে তারা।
শহরের পুর্ব উপকন্ঠ মেদ্দাপাড়ায় বায়তুল ফালা জামে মসজিদ থেকে ৩০ জন, বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ থেকে ১৭ জন এবং বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের বড়ুয়া গ্রাম জামে মসজিদ থেকে ১৪ জনকে জঙ্গী সন্দেহে আটক করা হয়।
একটি সূত্র জানায়, সেই তিনটি মসজিদে দু’দিন আগে ঢাকা থেকে তাবলিগ জামায়াত এসেছিল। এটিইউর কাছে তথ্য ছিল, তারা জঙ্গি কার্যক্রম পরিচালনা করতে তাবলিগ জামাতের ছদ্মাবেশে দিনাজপুর সদর উপজেলার মেদ্দাপাড়ায় বায়তুল ফালা জামে মসজিদ, বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ ও বোচাগঞ্জের আটগাঁও ইউনিয়নের বড়ুয়া গ্রাম জামে মসজিদে অবস্থান করছে।
এমন এক গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে দিনাজপুর পুলিশের সহযোগিতায় রাত ১২টা থেকে রাত সোয়া ২টা পর্যন্ত মসজিদ তিনটিতে অভিযান চালানো হয়।
আটকদের সঙ্গে থাকা বিছানাপত্রসহ যাবতীয় মালামাল জব্দ করেছে পুলিশ। আটকের পর রাতেই তাদের দিনাজপুর পুলিশ লাইনে নেয়া হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
একই সময়ে বোচাগঞ্জ উপজেলায় অপর একটি মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ১৪ জনকে আটক করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের বড়ুয়া গ্রাম জামে মসজিদে এ অভিযান চালানো হয়।
তবে পুলিশ জানিয়েছে যে, এখনই তরিঘরি করে কোন কিছু আমরা করবোনা বরং উপযুক্ত প্রমান মিললেই আমরা আইনি ব্যবস্থা গ্রহন করবো, আপাতত তাদেরকে আমরা গ্রেফতার করেছি।