আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর ) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তের সাবেক সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. ও জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ মাসউদ আহমদ রহ. এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সুহাইল আহমদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম আনসারী।
বক্তারা বলেন, সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাস রঃ সারা জীবন দ্বীন ও দেশের জন্য কাজ করে গেছেন। কোন বাতিলের সাথে আপোষ করেননি।ব
ক্তব্য রাখেন, জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম, মুফতি জাকির হোসাইন খান, মুফতি আতাউর রহমান খান,যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, এম আব্দুল হাফিজ, ইমরান আহমদ , আব্দুল্লাহ আল নোমান, আরাফাত আল মিসবাহ, আব্দুল্লাহ বিন হিদায়েত, হাফিজ রুম্মান ও হাফিজ আহমদ ইসলামাবাদী প্রমুখ।