চুলার আগুনে দগ্ধ হয়ে শুভা আক্তার(৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে সুনামগঞ্জের ধরমপাশা গ্রামে ইউনুস আলীর স্ত্রীর এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে তিনি বসতঘরসংলগ্ন রান্নাঘরে লাকড়ির আগুনে দুপুরের খাবার রান্না করছিলেন। এ সময় মৃগী রোগ উঠে গেলে তিনি চুলার আগুনে পড়ে গিয়ে দগ্ধ হন।
তাঁর আট বছর বয়সী ছেলে আলী আহম্মেদ তার মাকে এ অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন সেখান থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ওই গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে বলা হয়।
মেডিকেলে নিলে চিকিৎসকগন তাকে মৃত বলে ঘোষনা করেন।