হযরত মুহাম্মদ (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর বিতর্কিত মন্তব্যের জেরে ফ্রান্সে বৈরি অবস্থা তৈরি হয়েছে। এবার মুখ খুলেছেন ফ্রান্সের কট্টর ডানপন্থি বিতর্কিত রাজনীতিক, লেখক ও প্রেসিডেন্ট প্রার্থী এরিক জেমুর। তার ইসলামবিদ্বেষী মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিশ্বব্যাপী চলছে ব্যাপক নিন্দা।
জেমুর বলেন, আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ফ্রান্সে করো নাম মোহাম্মদ রাখতে দেওয়া হবে না। মুসলিমদের কাছে প্রিয় এ নামটি ফ্রান্সের কোন শিশুর নাম রাখতে দেয়া হবেনা বলে তিনি ঘোষনা করেছেন।
এরিক জেমুর বলেন, আমার আশঙ্কা ভবিষ্যতের ফ্রান্সে মুসলমানদের জয় দেখা যাবে। সেইসঙ্গে অধিবাসীদের অতিরিক্ত সন্তান জন্মদানের ফলে সাদাদের আধিপত্য খর্ব হয়ে আসবে। সেই ভাবনাকে মাথায় রেখে তিনি এই মন্তব্য করেছেন বলে যানা গিয়েছে।
তার এই মন্তব্য আগামী নির্বাচনে তার ভাবখর্ব হবে বলে মনে করেন বিশ্লেষকরা।