উখিয়া ও টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আজ (১২ই সেপ্টেম্বর) রবিবার জানা গেছে, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রেজু আমতলী সীমান্তে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে মোহাম্মদ শাহজাহান (২৭) সহ দুইজন মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।
সকাল ১০টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে: কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারসহ অন্তত ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।