আজ (১০ই সেপ্টেম্বর) শুক্রবার ইসলামী যুব আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ এর আওতাধীন দোহার ও নবাবগঞ্জ থানা শাখার উদ্যোগে দুটি পয়েন্টে দুটি বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় নবাবগঞ্জ থানার সভাপতি মুফতি বোরহান উদ্দিন এর সভাপতিত্বে ও বিকাল ৩টায় দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ এর সভাপতি হাফেজ মোঃ মিরাজ হোসেন মঈন, প্রধান অতিথি বলেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকেই অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
সকালে নবাবগঞ্জ দিঘিরপার ও বিকালে জয়পাড়া দুটি স্পটের আন্দোলন মিলনায়তনে এই প্রোগাম অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি সামছুল ইসলাম সুইট, সাধারন সম্পাদক মুফতি মোঃ আলমাছ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, দফতর সম্পাদক জুবায়ের বিন মিজান, প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, শিল্প ও বানিজ্য সম্পাদক রমজান আলী সোহাগ, আঃ রহমান, আবু হানিফ প্রমূখ।