সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রায় দেড় লাখ ঘর নির্মাণ করা হলেও তিনশত গৃহে ত্রুটি চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । কিছু লোক শাবল- হাতুরী দিয়ে আশ্রয়ণের ঘর ভেঙ্গে সংবাদমাধ্যমে দিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।বৃহস্পতিবার সকালে গণভবনে আয়োজিত আওয়ামীলীগের কার্যনির্বাহী সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা যখনই আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙার তথ্য পেয়েছি। তা সার্ভে করে যারা এর সাথে জড়িত তাদের নাম ঠিকানা উদ্ধার করেছি। তবে কিছু যায়গায় অতি বৃষ্টির কারণে মাটি দেবে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে নয় যায়গায় আমরা দুর্নীতি খোঁজে পেয়েছি বলেও জানান প্রধানমন্ত্রী।