রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের দুই মাস পর চারটি মরদেহের দেহাবশেষ (হাড়, মাথার খুলি) পেয়েছে পুলিশ।
এসব দেহাবশেষ ময়নাতদন্ত ও D N A করার জন্য বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে আনা হয়।
নারায়নগঞ্জের রুপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম আমাদের জানান, ওই কারখানার ১১ নম্বর ভবনের বিভিন্ন অংশ থেকে এগুলো উদ্ধার করা হয়। আগুনে পুড়ে যাওয়া মরদেহ শনাক্তে ঢামেক মর্গে আনা হয়েছে।এর আগে ৮ জুলাই বিকেলে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় এই অগ্নিকান্ড ঘটে। এতে তাৎক্ষণিকভাবে তিনজন মারা যান। পরদিন আগুন নেভানোর পর ৪৮ জনের পোড়া মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর মধ্যে ৪৫ জনের মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। যা পরে হস্তান্তর করা হয় স্বজনদের কাছে।এ ঘটনায় কারখানার মালিক আবুল হাসেমসহ আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করা হয়। মামলা করেন থানার ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন। গত ১৫ জুলাই মামলার তদন্তভার সিআইডির (অপরাধ তদন্ত বিভাগ) কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখিত ঘটনা দিত্বীয়বার দেশে না ঘটার ব্যাপারে সবাইকে সচেতন হওয়া জরুরী বলে মনে কনে বিশিষ্টজনেরা।