গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে এলাকাবাসীর গণপিটুনিতে মিটুন (৩২) নামের এক চোরের মৃত্যু হয়েছে।
সোমবার ১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের পুংগী (নিবদা) আদিবাসী গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, ওই ব্যক্তি পুংগী আদিবাসীপাড়ায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছে।
মিঠুন পোরশা উপজেলার মশিদপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, তার বিরুদ্ধে আগেও গরু, মোটরসাইকেল, মুরগি, ছাগল, মোবাইল ও ঘরের বিভিন্ন আসবাবপত্র চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
জানা গেছে, মিঠুন জনতার পিটুনিতে মারা যায় তাকে পুলিশ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করে।
এমন ঘটনা এরাতে আরো সচেতন হওয়ার আহবান ইউপি চেয়ারম্যানের।