কবিতাঃ-
শিক্ষার্থীর মনের কথা — রিয়াজুল ইসলাম
————————————————
বারো তারিখ খুলবে নাকি, বন্ধ বিদ্যালয়।
ভেবে চিন্তু কূল পাইনারে কি করিব হায়।।
বই পুস্তক সব বিক্রি কইরা খাই চকলেট কিনে।
কতো রোল নং ছিল আমার নাইরে তাহা মনে।
পড়ার নামে মোবাইল কিনে খেলছি কত খেলা।
অনলাইনের পড়া জিজ্ঞেস করলে বুঝবো তবে ঠেলা।
পড়ার ছলে বাপের টাকায় কিনছি কতো জিবি।
বাপে মোবাইল কাইড়া নিলে চলব কেমনে কবি।
ভোর রাইতে শুইতে গেছি উঠছি দুপুর হলে।
এখন কেমনে জাগবোরে ভাই পড়তে সকালে।
চুলগুলো সব স্টাইল করে দিচ্ছি নানান কাটিং।
এমন চুল হুজুর হুজুর দেখলে খাইতে হবে ফিটিং।।
কত টাকায় জুলিয়ান দিয়ে চুল করেছি লাল।
এই চুল দেখলে হেড স্যারে লাল করিবে গাল।।
দিপু আপা আপনি ভালো, আপনি মা খালা।
দয়া করে বন্ধ করুন আবার স্কুল গুলা।।