সেপ্টেম্বরেই দুই কোটি মানুষকে (COVID-19) করোনা প্রতিরোধী টিকা বা ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় এ কথা জানান তিনি।প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই করোনাকালে দেশের মানুষকে কীভাবে ভালো রাখা যায় সেটা আমরা চেষ্টা করছি। বর্তমানে ভাইরাসটির সংক্রমণ ও মৃত্যুর হার কমে গেছে। বিশ্বের অনেক দেশের তুলনায় ভালো আছি আমরা। আমাদের অর্থনীতির চাকা সচল রয়েছে। তবে এই ভালো থাকা ও রাখার জন্য সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনাকে অবহেলা করা উচিত হবে না।