চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহখানেক আগেও আমের দাম নিয়ে হতাশায় ছিলেন ব্যবসায়ীরা। আম চাষিদের কপালে পড়েছিল দুশ্চিন্তার ভাঁজ। তবে এখন ভালো দাম পাওয়ায় দূর হয়েছে তাদের চিন্তা।
আম ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে গত বছর থেকে তাদের ব্যবসার লোকসান হচ্ছে। তবে এবার দাম বাড়তে শুরু করেছে। আম ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে গত বছর থেকে তাদের ব্যবসার লোকসান হচ্ছে। তবে এবার দাম বাড়তে শুরু করেছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে কানসাট বাজারে গিয়ে দেখা যায়, বর্তমানে বাজারে রয়েছে সুস্বাদু আশ্বিনা জাতের আমে। চাঁপাইনবাবগঞ্জে আম্রপালি কম হওয়ায় কিছুদিন আগেই শেষ হয়েছে এই আম। এখন বাজারে পাওয়া যাচ্ছে আশ্বিনা ফ্রুট ব্যাগিং করা আম ও ফ্রুট ব্যাগিং ছাড়া আম। ৭-১০ দিন আগেও এ জাতের আম বিক্রি হয়েছে ১৫০০ /১৬০০ টাকা মণ দরে। কিন্তু গত তিনদিন থেকে দাম বেড়েছে দ্বিগুণ।