ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের মিছিলে ছাত্র লীগে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল। রবিবার সকাল ১০ টার দিকে ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে টিএসপির দিকে এগোলে এই হামলা হয় বলে জানিয়েছে তারা।হামলায় ছাত্র দলের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।